Pages

আমাদের সামাজের অবস্থা ........!


এক স্বামী আর তার স্ত্রী মিলে সফরে বের হল, সাথে একটা গাধা।
স্বামী ছিল গাধার উপর আর স্ত্রী হেটে চলছিল।
একটি গ্রামের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষজন বলতে লাগল –
“কি নিষ্ঠুর স্বামী ! বউকে পায়ে হাঁটিয়ে নিজে গাধার উপর !!!
তাই স্বামী নেমে স্ত্রীকে গাধার উপর তুলে দিল।

.
এরপর আরেক গ্রামের পাশে যাওয়ার সময় মানুষজন বলতে লাগল –
“কি বেয়াদব স্ত্রী , নিজ স্বামী কে পায়ে হাঁটিয়ে নিজে গাধার উপর বসে যাচ্ছে !!!”
এরপর তারা দুইজনই গাধার উপর উঠল।
.
এরপর আরেক গ্রামের পাশে যাওয়ার সময় মানুষজন বলতে লাগল –
“কি নির্দয় এরা, এক গাধার উপর দুইজন !!!”
এরপর তারা দুইজনই গাধা নিয়ে পায়ে হেটে চলল।
.
এরপর আরেক গ্রামের পাশে যাওয়ার সময় মানুষজন বলতে লাগল –
“কি বেকুব, তাদের গাধা আছে কিন্তু দুইজনই পায়ে হেটে চলছে !!!!”

Moral of the story –
================
“সমাজের লোকের কাজ-ই হচ্ছে অন্যের ত্রুটি ধরে বেড়ানো। আপনি যতই তাদের মন মত চলার চেষ্টা করেন না কেন, তারা একটা একটা খুঁত ধরবেই। কেননা তারা জ্ঞানহীন, তবে অল্প সংখ্যক লোক ব্যতীত-- যাদের নিকট কিতাব ও সুন্নাহর জ্ঞান রয়েছে। এই পৃথিবীর অধিকাংশ মানুষদের খুশী করা কখনো সম্ভব নয়, তাদের চাওয়া-পাওয়া লেগেই থাকে।”
মহান আল্লাহ্‌ বলেন--
"দুনিয়ার অধিকাংশ মানুষের কথা যদি তুমি মেনে চলো, তারা তোমাকে সঠিক পথ থেকে বিচ্যুত করে ছাড়বে”। (সুরা আনআমঃ ১১৬)
তাই সমাজের লোক কি বলবে সে দিকে মনোনিবেশ না করে আল্লাহ্‌র দিকে মনোনিবেশ করুন। সমাজের মত না চললে সমাজের লোক মন খারাপ করলে তাতে আমাদের কিচ্ছু আসে যায় না। কিন্তু আমার প্রতিপালক রাগ করলে আমাদের অনেক কিছু আসে যায়।
অতএব আপনি আপনার জীবন সম্পর্কে চিন্তাশীল হোন।।

No comments:

Post a Comment