Pages

প্রশ্নঃ সম্মিলিত দোয়া কি বিদ'আত?

উত্তরঃ ০১. ফরয সালাতের পরে সম্মিলিত দোয়া করাটা বিদ'আত নয়। বিদ'আত হলো প্রতি ফরয সালাতের পর সম্মিলিত দোয়া করাকে জরুরি এবং আবশ্যিক করে নেয়া। তাছাড়া এই দোয়াটাকে সালাতের অংগ মনে করাটাও বিদ'আত। কোনো ইমাম ফরয সালাতের পর সম্মিলিত দোয়া না করলে-সেটাকে খারাপ মনে করাটাও বিদ'আত।
০২. কোনো সভা বা বৈঠকে সম্মিলিতভাবে দোয়া করলে সেটাও বিদ'আত নয়।
০৩. বিদ'আত হলো- রসূল (সা.) যেসব কাজ সুন্নত হিসেবে চালু করেননি, সেসব কাজকে সুন্নত মনে করা, বা সুন্নতের মতো জরুরি মনে করা এবং সেটা না করলে তাকে মন্দ মনে করা।

No comments:

Post a Comment