Pages

প্রশ্ন: রোজা ভাংগার বিভিন্ন কারনগুলো কি কি বা কোন কাজগুলো করলে রোজা ভেংগে যায় ?

প্রশ্ন: রোজা ভাংগার বিভিন্ন কারনগুলো কি কি বা কোন কাজগুলো করলে রোজা ভেংগে যায় ?

উত্তর: কোরআন ও হাদিস অনুযায়ী সব মিলিয়ে ১০ টি কাজ করলে আমাদের রোজা ভেংগে যায়।
এইগুলা কি দুইটি ক্যাটাগরিতে ভাগ করা যায়।
প্রথম ক্যাটাগরি হচ্ছে যে, সে কাজগুলো যেখানে আমরা শরিরের ভিতর কিছু প্রবেশ করাচ্ছি। এইগুলার মধ্যে মোট চারটি কাজ আছে। তা হল:
১) পানাহার করা
২)এমন কোন কাজ যেগুলা পানাহারের পর্যায়ে পরে যায়।
৩) ঔষধ খাওয়া,পিল খাওয়া,ইনজেকশন নেয়া যেগুলা পুষ্টি গ্রহনের মত করে নেয়া হয় অর্থাৎ যেগুলার সাথে পানাহারের মিল আছে। এর ভিতর স্যালাইন নেওয়া ও আছে।
৪) এইটা অনেকটা কিডনি ডায়ালায়সের মত। যেখানে রক্ত বের করা হয়, রক্ত বিশুদ্ধ করা হয়, কিছু পুষ্টি উপাদান দিয়ে আবার শরিরের ভিতর প্রবেশ করানো হয়।
দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে যেগুলা শরির থেকে বের হয়ে যায়। এখানে মোট ছয়টি কাজ আছে।তা হল:
১)সহবাস করা
২)হস্তমৈথন করা
৩)রজঃস্রাব
৪)শরিরের কোথাও রক্তপাত( প্রচুর পরিমানে রক্ত বের হওয়া)
৫) ইচ্ছে করে বমি করা
৬)শরির থেকে রক্ত বের করা। যেমন ইনজেকশনের মাধ্যমে, বা এইধরনের কিছু দিয়ে!
সবমিলিয়ে এই দশটি কাজের কারনে আমাদের রোজা ভেংগে যেতে পারে।

No comments:

Post a Comment